করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

102455591_568066380810318_7973922207422218240_n



বগুড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সূত্র জানায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সংসদ সদস্য আলহাজ সিরাজুল হক তালুকদারের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ভাই।

ওই পত্রিকার ফটো সাংবাদিক সাইফুল ইসলাম জানান, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অধ্যাপক মোজাম্মেল হক ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। ওই হাসপাতালে জানাজা শেষে মরহুমের মরদেহ বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা গ্রামের বাড়িতে আনা হবে। শুক্রবার সেখানে জানাজা শেষে দক্ষিণ বগুড়া ভাইপাগলা কবরস্থানে তার মরদেহ দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।