স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত কামাল লোহানী

প্রয়াত কামাল লোহানীকে দাফনের আগে গার্ড অব অনার জানানো হয়।

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কামাল লোহানীকে চোখের জলে শেষ বিদায় জানালেন তার নিজ গ্রামের মানুষজন ও স্বজনেরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামে শনিবার (২০ জুন) রাতে একুশে পদক প্রাপ্ত এ বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের লাশ আনা হয়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সূচনা হয়। গ্রামের কবরস্থানে স্ত্রী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হন তিনি।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, ইউএনও মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেয়র এস. এম. নজরুল ইসলামসহ সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

স্ত্রীর পাশে সমাহিত হন কামাল লোহানী

এর আগে কামাল লোহানীর মরদেহ রাত সোয়া ৮ টায় সোনতলা গ্রামে এসে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক আবহের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে তার স্বজনরা। তার কফিনে পুষ্পস্তবক দেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। একই সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফিরোজ মাহমুদ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. আরিফুজ্জামান এবং উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বার্তা বিভাগের প্রধান কামাল লোহানী ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামাল লোহানীর মৃত্যুতে সিরাজগঞ্জের এমপি ডা. প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মোমিন মন্ডল এমপি, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ, সুধীজন ও প্রশাসনের কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। মহান রাব্বুল আলামিনের কাছে দেশবরেণ্য লেখক কামাল লোহানীর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণমাধ্যমকর্মী, উদীচিসহ সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।