X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রচণ্ড গরমে এক স্কুলের ২২ ছাত্রী অসুস্থ

বগুড়া প্রতিনিধি
১৯ মে ২০২৪, ২০:২৩আপডেট : ১৯ মে ২০২৪, ২০:২৩

বগুড়ায় প্রচণ্ড গরমে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার দুপুরে টিফিনের পর তারা একে একে অসুস্থ হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে স্কুল ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জানান, রবিবার দুপুরে টিফিনের ছুটির পর বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসে। এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুবাইত অসুস্থ হয়ে পড়ে। এরপর পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২২ ছাত্রী অসুস্থ হয়। অসুস্থ রুবাইতকে শহরের জলেশ্বরীতলায় স্কুল হেলথ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের রেডক্রিসেন্ট ও স্কাউটের শিক্ষার্থীরা অসুস্থদের কাউন্সেলিং এবং প্রাথমিক চিকিৎসা দেয়। খবর পেয়ে আতঙ্কিত অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। তারা নিজ নিজ সন্তানকে বাড়ি নিয়ে যান। এরপর অধ্যক্ষ স্কুল ছুটি দেন।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, টিফিনে কেউ পরোটা, কেউ নুডুলস, কেউ অন্যান্য খাবার খেয়েছে। টিফিনের সময় খাওয়া ও খেলাধুলার পর তারা শ্রেণিকক্ষে ফেরে। এরপর পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরকার বলেন, ‘অ্যালার্জি থাকায় প্রচণ্ড গরমের মধ্যে প্রথমে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্বাসকষ্ট শুরু হয়। তাকে স্কুল হেলথ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তার পর পর্যায়ক্রমে ২২ ছাত্রী অসুস্থ হয়। তাদের অফিসে এনে প্রশিক্ষিত স্কাউট ও রেডক্রিসেন্ট শিক্ষার্থী দিয়ে কাউন্সেলিং ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।’

তিনি আরও বলেন, ‘কোনও কোনও বাচ্চা এই গরমের মধ্যে আইসক্রিম খেয়েছে। শরীরে ঘাম বসে যাওয়ায় একজনের অসুস্থতা দেখে অন্যজন অসুস্থ হয়। পরে অভিভাবকদের ডেকে এনে বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি দেওয়া হয়। বুধবার সকালে সব শিক্ষার্থী স্কুলে আসবে।’

অধ্যক্ষ এ নিয়ে আতঙ্ক না ছড়াতে অনুরোধ জানিয়েছেন।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, সাগরে নিম্নচাপ ও গ্রীষ্মকালের জন্য গরম অনুভূত হচ্ছে। রবিবার সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ছিনতাইকারীরা
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ