নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের। এছাড়া তাদের সংস্পর্শে আসা আরও ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী ব্যাংক নরসিংদী শাখা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিন দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া ব্যাংকটির শাখা বন্ধ ঘোষণা করেন। সেইসঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।
উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
এদিকে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সকালেই হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা বিবেচনায় ঢাকায় রেফার্ড করা হলেও তাকে হাসপাতালের বাইরে নেওয়া সম্ভব হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ২৭ জন।
এ পর্যন্ত পাঠানো ৬ হাজার ৭৮৪ জনের নমুনার মধ্যে পাওয়া গেছে ৫৯৫২ টির ফলাফল। এর মধ্যে শনাক্ত রোগী ১ হাজার ২৭১ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত হয়েছেন ৮০২জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছেন ২৭ জন আর হোম আইসোলেশনে রয়েছেন আরও ৪১৫ জন রোগী।