কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আহাম্মদ আলী (৮২) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় করোনা পজিটিভ ৭ জনের মৃত্যু হলো।

ডাক্তার নজমুল মনির জানান, গত ১৫ জুন আহাম্মদ আলীর নমুনা পরীক্ষা করে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। পরে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালের দিকে তিনি মারা যান।

প্রসঙ্গত, এ পর্যন্ত কুষ্টিয়ায় ৫৩৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২৬১, দৌলতপুর উপজেলায় ৭২, ভেড়ামারা উপজেলায় ৭০, মিরপুর উপজেলায় ৪১, কুমারখালী উপজেলায় ৭১ এবং খোকসা উপজেলায় ২১ জন। আক্রান্তদের মধ্যে ৪০২ পুরুষ ও ১৩৪ জন নারী। এ ছাড়াও এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ১৪৬ জন। আর কুষ্টিয়ায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।