নিজের টাকায় ১১০০ করোনা কিট কিনে হাসপাতালে দিলেন ছবির হোসেন

ঝালকাঠির সিভিল সার্জনের হাতে ১১শ’ কিট হস্তান্তর করছেন ঠিকাদার ছবির হোসেন।

ঝালকাঠি সদর হাসপাতালের পিসিআর ল্যাবে তিন দিন ধরে করোনার নমুনা পরীক্ষার কিটের সংকট চলছিল। সে সমস্যা কাটাতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এক হাজার ১০০ কিট কিনে সিভিল সার্জনের হাতে তুলে দিলেন মহৎপ্রাণ সমাজসেবক মো. ছবির হোসেন।

সোমবার (২৯ জুন) সকালে এলাকাবাসীর চিকিৎসার সুবিধার্থে ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছবির হোসেন নিজের অর্থায়নে কিট এনে তুলে দেন। ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মো. আবু আল হাসান এসব কিট গ্রহণ করেন।

ডাক্তার মো. আবু আল হাসান বলেন, এ কিট পেয়ে করোনার নমুনা সংগ্রহে বিশেষ উপকৃত হলাম। ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনি সমাজসেবক ছবির হোসেনকে ধন্যবাদ জানান।

ছবির হোসেনের কিনে দেওয়া করোনার নমুনা পরীক্ষার কিট

জানতে চাইলে ছবির হোসেন বলেন, তিন দিন ধরে কিট সংকটে সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে পড়ে। বিষয়টি আমি জানতে পারি। এরপর এক হাজার একশ কিট কিনে হাসপাতালে দেই। মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি চাই করোনার এই মহামারির সময় সমাজের সচ্ছল ব্যক্তিরা সাধারণ মানুষের পাশে এগিয়ে আসুক।

প্রসঙ্গত ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার এই ঠিকাদার ছবির হোসেন করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে নীরবে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ, আম্পানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা, অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণসহ বিভিন্ন কাজ করে আলোচিত হয়েছেন।

সুশীল সমাজ ছবির হোসেনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।