ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

20200629_205421

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোচালক নূরুল আমিন রবিন (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল আমীন রবিন জেলার আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার বড় কুঁড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে সুলতাপুর-আখাউড়া সড়কের আলাকাপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়ামুখী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নূরুল আমিন রবিন প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তার আগেই চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।