খাতা পুনর্মূল্যায়নে রাজশাহীর ৩ শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫

রাজশাহী শিক্ষা বোর্ডএসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে রাজশাহী শিক্ষা বোর্ডের তিন জন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে নতুন করে পাস করেছেন ৩৪ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন। মোট ২৫২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর এ ফল প্রকাশ করা হয়।

২০২০ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৪৪ হাজার ৬১টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এরআগে, ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত খাতা পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া হয়।