পঞ্চগড়ে সস্ত্রীক ওসি ও চিকিৎসকসহ চারজন করোনা পজিটিভ

পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন করে আরও ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), তার স্ত্রী ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসকসহ ৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা হলো ১৪৬ জন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ও তার স্ত্রী, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম শরিফ আফজাল ও অপরজন জেলা শহরের কামাতপাড়া এলাকার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১১৮ জনের। এরমধ্যে ২০৭৭ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪৬ জন করোনা পজিটিভ।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, বর্তমানে হোম আইসোলেশনে ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ১২০ জন রোগী সুস্থ হয়েছেন। আর ৩ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন।