হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

হিলি বন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজদিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা করে কমেছে। একদিন আগেও প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ২০ থেকে ২১ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কোরবানির ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গতকয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে বিক্রি কমে যাওয়ায় পেঁয়াজের চাহিদা খানিকটা কম রয়েছে। একইসঙ্গে আগের কিছু খারাপ মানের পেঁয়াজ বাজারে আসছে, এ কারণেও দাম কিছুটা কমেছে।

এছাড়া দেশীয় পেঁয়াজের দামও খানিকটা কমেছে, আগে প্রতিমণ দেশীয় পেঁয়াজ ১৩০০-১৩৫০ টাকা দরে বিক্রি হলেও, তা কমে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে দেশের বাজারে খানিকটা চাহিদা কমার কারণে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমেছে।