করোনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জে বুথ চালু হচ্ছে

Sirajganj Sirajganj 250 beded general Hospital(-04-07-20

করোনা পরীক্ষায় জন্য সামনের মঙ্গলবার (৭ জুলাই) থেকে সিরাজগঞ্জে চালু করা হচ্ছে দুটি বুথ। বুথে সরাসরি নমুনা পরীক্ষা করে যে কেউ জানতে পারবেন যে, তিনি বাস্তবে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। এজন্য মাত্র দুশ টাকা ফি দিতে হবে রোগীকে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবনে স্থাপিত পিসিআর ল্যাবের নিচ তলায় ওই দুটি বুথ চালু করা হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পলিমার কার্বন র‌্যাপিড (পিসিআর) টেস্টের জন্য গত ১৯ মে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন চালু হলেও সরাসরি পরীক্ষার বুথ ছিল না সিরাজগঞ্জে।

শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম শনিবার (৪ জুলাই) জানান, স্থানীয় এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাতের জন্যই রেড ক্রিসেন্টের মাধ্যমে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালে বুথ দুটি সরবরাহ দেয়া হয়েছে। প্রতিদিন কমপক্ষে ১০ জন হতদরিদ্র লোকের পরীক্ষার জন্য দুহাজার টাকা করে মাসিক ৬০ হাজারসহ স্বাস্থ্যকর্মীদের খরচ বাবদ একলাখ টাকা এমপি সাহেব সহায়তা দেবেন।

প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, 'জেলা সদরের হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঁচটি ও শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আটটি ভেন্টিলেটর দেওয়া হলেও দীর্ঘদিন প্যাকেটবন্দি। মেডিক্যাল কলেজে আট বেডের আইসিইউ চালু করতে স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ করা হলেও উদ্যোগ নেই।'

তিনি আরও বলেন, 'করোনা পরীক্ষার বুথ দুটি পরিচালনায় সিরাজগঞ্জে সরকারিভাবে টেকনিশিয়ান নেই। বর্তমান পরিস্থিতিতে খণ্ডকালীন চার জনের মাসিক বেতন ও প্রতিদিন ১০ জন দুস্থ মানুষের করোনা পরীক্ষায় মাসিক এক লাখ টাকা সাবসিডির ঘোষণা দিয়েছি।'