গাজীপুরে মোবাইল ফোন চোর সন্দেহ এক মৌসুমি ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি ছয় বছর ধরে আমতলা এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থাকেন। আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে কিছুদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে মৌসুমি ফলের ব্যবসা শুরু করেন। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরি হয়। ওই বাসার লোকজন সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে আব্দুল হকের মেয়েকে শনাক্ত করেন। রবিবার দুপুরে সেই মেয়ে আবার ওই বাসায় যায়। তখন লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর সূত্র ধরে লোকজন জুয়েল তালুকদার ও আব্দুল হককে ধরে গণপিটুনি দেন। এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘স্থানীয়দের অভিযোগ জুয়েল আহত আব্দুল হকের মেয়েকে দিয়ে বাসাবাড়ি থেকে মোবাইল চুরি করায়। শুক্রবার এক বাসা থেকে মোবাইল চুরি হয়। সেটিকে কেন্দ্র করে জুয়েল এবং আব্দুল হককে মারধর করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল হককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’