X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোবাইল চোর সন্দেহ ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০২৫, ২৩:৫৭আপডেট : ২৫ মে ২০২৫, ২৩:৫৭

গাজীপুরে মোবাইল ফোন চোর সন্দেহ এক মৌসুমি ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় এ ঘটনা  ঘটে। নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি ছয় বছর ধরে আমতলা এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থাকেন। আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে কিছুদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে মৌসুমি ফলের ব্যবসা শুরু করেন। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরি হয়। ওই বাসার লোকজন সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে আব্দুল হকের মেয়েকে শনাক্ত করেন। রবিবার দুপুরে সেই মেয়ে আবার ওই বাসায় যায়। তখন লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর সূত্র ধরে লোকজন জুয়েল তালুকদার ও আব্দুল হককে ধরে গণপিটুনি দেন। এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘স্থানীয়দের অভিযোগ জুয়েল আহত আব্দুল হকের মেয়েকে দিয়ে বাসাবাড়ি থেকে মোবাইল চুরি করায়। শুক্রবার এক বাসা থেকে মোবাইল চুরি হয়। সেটিকে কেন্দ্র করে জুয়েল এবং আব্দুল হককে মারধর করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল হককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘চুরি করতে গিয়ে’ ধরা পড়লেন ছাত্রলীগ নেতা
ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা
ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
সর্বশেষ খবর
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি