শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, নিহত ১

ছবি: প্রতীকীশীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় এমভি সিটি-৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে পাথর বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তি বাল্কহেডের চালক আবুল কালাম বাদল মাস্টার। মঙ্গলবার (৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটির মাস্টারসহ ছয় জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাস্টারকে মৃত ঘোষণা করেন। তবে অন্যরা সুস্থ রয়েছেন। এছাড়া আর কেউ নিখোঁজ নেই।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, এমভি সিটি ৫৪ নামের জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই কার্গো ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা চালক বাদল মাস্টার পানিতে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেড উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।