করোনায় নওগাঁয় মারা গেলেন ৯ জন

করোনাভাইরাসনওগাঁয় নতুন করে আরও ৩৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহাদেবপুর উপজেলায় দুই জন, মান্দা উপজেলায় ছয় জন, বদলগাছি উপজেলায় চার জন, নিয়ামতপুর উপজেলায় সাত জন, সাপাহার উপজেলায় চার জন এবং পোরশা উপজেলায় একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২৬ জনে। এদিকে মহাদেবপুর উপজেলায় নতুন করে করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১০৪ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রানীনগর উপজেলায় ছয় জন, আত্রাই উপজেলায় চার জন, মহাদেবপুর উপজেলায় ১০ জন, মান্দা উপজেলায় একজন, বদলগাছি উপজেলায় চার জন, পত্নীতলা উপজেলায় দুই জন, ধামইরহাট উপজেলায় একজন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ২৬ জন এবং পোরশা উপজেলায় পাঁচ জন।

এই সময়ে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে ৯২ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৭২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৫৫ জন।