বেনাপোল বন্দরে এলো প্রথম ভারতীয় পার্সেল ট্রেন

বেনাপোল রেল স্টেশনভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে জংশন থেকে শুকনো মরিচের একটি চালান নিয়ে ইন্ডিয়ান পার্সেল ট্রেনের প্রথম চালান বেনাপোল বন্দর রেল স্টেশনে পৌঁছেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেন।

মিয়া জাহান বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে পার্সেল ট্রেনের যাত্রা শুরু হলো। চাহিদা সাপেক্ষে ভারত থেকে আরও পার্সেল ট্রেন আসবে। এই সার্ভিস আগেই শুরু হতো। তবে বেনাপোল বন্দরের সার্বিক প্রস্তুতিসহ সব ঠিকঠাক করতে একটু সময় লেগেছে আমাদের।’

রেলের এই কর্মকর্তা আরও বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি সাময়িক বন্ধ থাকার পর আবার চালু করা হলেও সড়ক পথে সমস্যা হচ্ছিল। পরে ভারতীয় হাইকমিশনার এক ভিডিও কনফারেন্সে এ পার্সেল ট্রেন চালানোর প্রস্তাব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকেও সম্মতি জানানো হয়।’

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নঈম মিলন জানান, পার্সেল ট্রেনটি ৩৩৫ টন শুকনো মরিচ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এর আমদানিকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার রাফসান ট্রেডার্স এবং ঢাকার হাফিজ করপোরেশন। প্রতিষ্ঠান দুটি এই প্রথম পার্সেল ট্রেনের মাধ্যমে ভারত থেকে পণ্য আনলো।