ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি রুয়েট শিক্ষার্থীদের

107618072_1109553002754453_5367183382628901473_n

দেশে করোনাকালীন দুর্যোগে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি করেছে। বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানার তত্ত্বাবধানে রুয়েটের একদল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘দুর্বার কাণ্ডারী’ নামক একটি টিম প্রায় দুই মাসেরও বেশি সময় পরিশ্রম করে এটি তৈরি করেছেন। এই ভেন্টিলেটর অত্যন্ত কম খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি পরিচালনা করাও অত্যন্ত সহজ এবং নিরাপদ। এই ভেন্টিলেটরটি এমআইটি বিশ্ববিদ্যালয় কর্তৃক করোনাকালে প্রস্তুত ইমার্জেন্সি ভেন্টিলেটরের মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

107829315_2704417899817932_1154237040699325766_n

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।

107794398_1200249433641231_8907986443917743578_n

টিম দুর্বার কাণ্ডারীর রুয়েট তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, 'এই ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব। কেননা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং শুধু করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে এটি প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও টিম দুর্বার কাণ্ডারীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিউল ইসলাম (ইইই‘১৫), মাহমুদুল হাসান ( ইইই‘১৫), ওয়াসিফ আহমেদ (এমটিই‘১৬), রাফি রহমান (এমই‘১৫), রফি উদ্দিন (এমই‘১৫) ও মাশরুর সাকিব ( সিএসই‘১৮) সহ আরও অনেকে।