মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

জয়পুরহাট মোবাইল কোর্ট পিক

জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জানান, করোনাভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ বিভিন্ন ধরণের ওষুধ ক্রয় করতে শুরু করেছে।এই সুযোগে অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে ওইদিন পৌর শহরের জালাল সার্জিক্যাল অ্যান্ড মেডিক্যাল স্টোর, মণ্ডল মেডিসিন কর্নার ও ফারুক মেডিসিন কর্নার নামের তিনটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁছ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাজীব দাশ উপস্থিত ছিলেন।