দিনাজপুরের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিনাজপুরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এসময় ডাক্তারদের জন্য ওষুধের স্যাম্পল, অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ভারতীয় ওষুধ রাখার দায়ে দুটি ফামের্সিকে অর্থদণ্ড করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিট্রেট দীপা রানী।

আজ মঙ্গলবার দুপুরে শহরের বড়বন্দর এলাকার ফকিরপাড়া রোডে বেশ কয়েকটি ওষুধের দোকানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জিহান ফার্মেসি ও বাধন ফার্মেসী নামে দুটি দোকানে ডাক্তারদের জন্য ওষুধের স্যাম্পল, অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ভারতীয় ওষুধ রাখার দায়ে দুই ফামের্সীকে ৯ হাজার অর্থদণ্ড করা হয়।

আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন।