রেললাইনের ওপরে পানি: ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

জামালপুরে আবারও বন্যা

দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনে বন্যার পানি ওঠার কারণে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত না গিয়ে ইসলামপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে বলে নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) এই নির্দেশনার বিষয়ে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, স্টেশনের একদিকের রেললাইন প্রায় ২ থেকে ৩ ইঞ্চি পানির নিচে চলে গেছে। ফলে স্টেশন থেকে ট্রেন চলাচল করতে সমস্যা হওয়ার কারণে আজ মঙ্গলবার রাত থেকে দেওয়ানগঞ্জ স্টেশনে ট্রেন না এসে ইসলামপুর পর্যন্ত আসবে এবং ইসলামপুর স্টেশন থেকেই আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে ট্রেন।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত দুটি ট্রেন চলাচল করে। তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সকালে তিস্তা এক্সপ্রেস

দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে গেছে, তবে রাতের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। স্টেশনে বন্যার পানি না কমা পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে।