মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে রাকু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নালারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃগী রোগ ছিল।

থানাহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকু মিয়া ওই ইউনিয়নের নালারপাড় গ্রামের হামিদুল হকের ছেলে বলে জানা গেছে।

চেয়ারম্যান জানান, বুধবার ভোরে বাড়ির পাশে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যান রাকু মিয়া। মাছ ধরার এক পর্যায়ে পানিতে পড়ে যার তিনি। তাকে দেখতে না পেয়ে সকালে পরিবারের সদস্যরা খুঁজতে থাকলে এক পর্যায়ে পাশের ডোবায় বন্যার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, নিহত রাকু মিয়ার মৃগী রোগ ছিল। মাছ ধরার সময় মৃগী রোগ উঠে পানিতে পড়ে গিয়ে রাকু মিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা পরিবারের। পরে বুধবার বিকালে স্থানীয় একটি কবরস্থানে নিহত রাকু মিয়াকে পারিবারিকভাবে দাফন করা হয়।