বিমানে করে ইয়াবা পাচারের চেষ্টা

ইয়াবাসহ আটক ওই যাত্রীবিমানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তাকে আটক করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রী ব্যাগে লুকিয়ে ১৮০০ ইয়াবা পাচারের চেষ্টা করে।

এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জামান এ তথ্য জানিয়েছেন। আটক যাত্রীর নাম- শহীদুল ইসলাম নাইমকে (২৫)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

সারোয়ার ই জামান বাংলা ট্রিবিউনকে বলেন, শহীদুল ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তার ব্যাগে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে ১৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। ব্যাগে ৯টি প্যাকেটে এসব ইয়াবা ছিল। এ ঘটনায় সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা তাকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।