মো. মোশারফ হোসেন বলেন, ‘তার শারীরিক অবস্থা ভালো আছে। সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’
জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মুহম্মদ আজিজুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৫২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৩ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৬৩৭ জন। আর ২৫ জনের মৃত্যু হয়েছে।’