X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আবারও দুই দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ১৮:২০আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় ডা. সেলিনা হায়াৎ আইভী ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড শুনানির সময় আইভীকে ভার্চুয়ালি কোর্টে হাজির করা হয়।’

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় আইভী ১১ নম্বর অভিযুক্ত।

এর আগে গত ১৮ জুন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভী
ফের দুই দিনের রিমান্ডে আইভী
তিন মামলায় জামিন পাননি সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই
মস্কো অঞ্চলে রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা
মস্কো অঞ্চলে রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা
নির্বাচন পেছানো নিয়ে জামায়াত কিছু বলেনি: সেক্রেটারি
নির্বাচন পেছানো নিয়ে জামায়াত কিছু বলেনি: সেক্রেটারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ