খাগড়াছড়ি থেকে র‌্যাব পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে র‌্যাব-৭ এর পরিচয়ে মো. মাসুদ নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। র‌্যাব-৭ অফিস তাকে নিয়ে আসার তথ্য স্বীকার করেছে।

মাসুদ গচ্ছাবিল এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা।

স্বজনরা জানান, সোমবার বিকেলে সিভিল পোশাকে কয়েকজন এসে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে মাসুদকে সঙ্গে করে নিয়ে যায়। কোনও অভিযোগ ছাড়া তাকে তুলে নিয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটছে স্বজন ও স্থানীয়দের।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, মাসুদের বিরুদ্ধে স্থানীয় থানায় কোনও অভিযোগ নেই। আর তাদের কাছে র‌্যাবের অভিযান সম্পর্কে কোনও তথ্য ছিল না।

স্বজনদের কাছ থেকে শুনে র‌্যাব-৭ এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, তথ্ প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে মাসুদকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা সেটি র‌্যাব নিশ্চিত করেনি।