বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর হাওরে অভিযান

হাওরে অভিযান চালিয়ে ৩৫০ ফুট মশারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

অবশেষে হাওরে অভিযান চালিয়ে পোনা মাছ নিধন বন্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কয়ার হাওরের গজারিয়া ও গোবিন্দশ্রী দিঘার হাওরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় দুই জেলেকে জরিমানাসহ ৩৫০ মিটার অবৈধ জাল আটক করে তা ধ্বংস করা হয়।

গত (২৫ জুলাই) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘মদনে অবাধে চলছে মা মাছ ও পোনা নিধন’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মদন উপজেলার কয়ার হাওরের গজারিয়া ও গোবিন্দশ্রী দিঘার হাওরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় সরকার নিষিদ্ধ ৩৫০ মিটার মশারি দিয়ে তৈরি কনা জাল জব্দ করা হয় ও দুই জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।   

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। তিনি হাওরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুর রহমান ও পলাশ নামের দুই জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা, মদন থানার এসআই আবুল কালামসহ ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত জাল উপজেলা পাবলিক হল মুক্তমঞ্চে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়।