হরিণাকুন্ডুতে ঈদের জামাত ও কোরবানি অনুষ্ঠিত

হরিনাকুন্ডুতে ঈদের জামাতসৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক লোক ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রেজাউল ইসলাম। তারা পশু কোরবানিও করেছেন। 

দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ ঈুদল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।

হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে এখানে ঈদের জামাত পড়া হচ্ছে। এবারও সেই ধারাবাহিকতায় ঈদের জামাত পড়েছেন কিছু লোক। জামাত শেষে তারা কোরবানিও করেছেন।’

হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম বলেন, অল্প কিছু সংখ্যক লোক এই জামাতে অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

আরও পড়ুন- চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ