সাবেক এমপি ও চিকিৎসকসহ করোনায় নতুন করে আক্রান্ত ৩০ জন

নওগাঁ

নওগাঁয় সাবেক এমপি ও দুই চিকিৎসকস মোট ৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯০ জন।

সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বলেন, 'শুক্রবার রাতে মোট ১৮৩ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি ওহিদুর রহমান, বিশিষ্ট দন্ত চিকিৎসক এস আলম ও তার স্ত্রী দন্ত চিকিৎসক আনজুমান আরা বেগমসহ মোট ৩০ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৬ জন, রানীনগর উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় একজন, বদলগাছি উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় একজন এবং পোরশা উপজেলায় ৩ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ২৩ জনকে। তাদের মধ্যে সদর উপজেলায় ২ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ২ জন এবং বদলগাছি, পত্নীতলা, ধামইরহাট ও সাপাহার উপজেলায় একজন করে রয়েছেন।