তাল গাছের নৌকায় শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় প্রাণপাত

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে ভাতিজিসহ ফুপার মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গাল বিলে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা (বিশেষ ধরনের নৌকা) ডুবে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া (৫) বেতুয়া গ্রামের নাজমুল হকের কন্যা ও শিশুর ফুফা অলিউল্লাহ (৪০) চৌরা উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, রবিবার সন্ধ্যার দিকে ফুপা অলিউল্লা শ্বশুর বাড়ি থেকে মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরি কোন্দায় চড়ে নিজগ্রাম চৌরা উত্তরগাঁও যাচ্ছিলেন। বিল পার হওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোন্দা ডুবে তারা দুজনেই নিখোঁজ হন। স্থানীয়রা কিছুক্ষণ খোঁজার পর তাদের উদ্ধার করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সঞ্জয় দত্ত জানান, উদ্ধার দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রাত রাড়ে ৮টার দিকে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।