কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু




কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালকুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং একজন নারী।

মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করপাতি গ্রামের একজন (৭০) ও চাঁদপুর জেলার কচুয়ার একজন (৭০) পুরুস রয়েছেন। এছাড়া কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার এক নারীর (৭৫) করোনায় মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের একজন (৮০), কুমিল্লার চান্দিনা উপজেলার একজন (৪৫) ও চাঁদপুর জেলার হাফানিয়া এলাকার এক বাসিন্দা (৫৯)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৩০ জন।