একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

HILI GREEN CHILES PIC 2

আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০টাকা। বুধবার (১২ আগস্ট) বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও বৃহস্পতিবার (১৩ আগস্ট) তা বেড়ে ১শ' টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে সেদেশেই কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে পণ্যটির সরবরাহ কমায় সেখানেই কাঁচা মরিচের দাম বাড়তির দিকে রয়েছে। এতে বর্তমানে আমাদের কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে। এছাড়াও শুক্রবার সাপ্তহিক ছুটি ও শনিবার ১৫ আগস্টের এর কারণে টানা দুদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দামও কিছুটা বাড়ছে।'