X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ব্যাংক খাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা নির্বাচিত সরকার এসে করবে: অর্থ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:১৪

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ ব্যাংকগুলোকে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন করছে। ইসলামী ব্যাংক এর মধ্যে অন্যতম উদাহরণ। অন্য ব্যাংকগুলোর জন্য একটি আইন হয়েছে, যা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট নামে পরিচিত। এর অন্যতম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা জমা দিয়েছে তাদের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। কারও টাকা মার যাবে না।’

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেকে। পৃথিবীতে এমন নজির নেই অন্য কোনও দেশে নেই। আমরা কতগুলো সংস্কার এনেছি, সময় লাগবে। ব্যাংকখাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না। এটা নির্বাচিত সরকার এসে করবে।’

সঞ্চয় পত্রের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘সঞ্চয়পত্রের হার মোটামুটি খারাপ নয়। সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে। ব্যাংকে টাকা রাখবে না। আমাদেরকে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে।’

বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিনিয়োগে আকৃষ্ট করার জন্য সরকার কাজ করছে। আপনারা দেখবেন বাজেটে কিন্তু এবার অনেক কিছুর উপর ইনপুট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ ও আমেরিকার ট্রেড অ্যাপলিকেশনে আমাদের ইনপুট ট্যাক্স কমাতেই হয়েছে। তাছাড়া বিদেশি বিনিয়োগের পাশাপাশি আমাদের দেশের বিনিয়োগকারীরা যেন সুযোগ পায়, সেই চেষ্টা করছি। অন্যদিকে বাইরের দেশের বিনিয়োগ আনার জন্য আমরা ডুয়িং বিজনেস মানে এক জায়গা থেকে আরেক জায়গা অর্থাৎ ১০/১২ জায়গায় যাতে যেতে না হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা। আমরা আশা করছি বিদেশি বিনিয়োগ আসবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাস্মদ দিদারুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এর আগে নবীনগর ডাকবাংলো প্রাঙ্গণে উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাতে বড় সংস্কার: অর্থ উপদেষ্টা
নির্বাচনি বাজেটে কোনও কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
সর্বশেষ খবর
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ