ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

তানজিদ জামান সম্রাট। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে।

কুষ্টিয়ার মিরপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম তানজিদ জামান সম্রাট (১১)। শুক্রবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ক্যাশিয়ার বেদেনা আক্তারের ছেলে। সম্রাট স্থানীয় আমরা নতুন শিক্ষা নিকেতনের পিইসি পরীক্ষার্থী ছিল।

স্কুলছাত্র সম্রাটের মা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে মিরপুর জিয়া সড়কে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের ছাদে ঘুড়ি ওড়াতে গেলে অসাবধানতাবশত সম্রাট ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াবাড়ীয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।