পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

পাটুরিয়া ঘাটের ছবিবৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) আরিচা অঞ্চলের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা  বলেন, ‘সকাল থেকে পদ্মা নদী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।’ নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।