‘এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লালমনিরহাটে ‘এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে জেলা প্রশাসক আবু জাফর। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ‘এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ এই স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে ১০০টি প্রশ্নের ওপর অনলাইনে অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম তমা প্রথম, একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধীমান কুমার ভট্টাচার্য্য দ্বিতীয় এবং লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিকা বাশাশাত তৃতীয় স্থান অধিকার করেছে।

এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল বলে জানান অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিন।   

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) টিএমএ মোমিনের সভাপতিত্বে ‘এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ ১০০টি প্রশ্নের অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় তিন বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও অন্যান্য পুরস্কার সামগ্রী তুলে দেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর টিএম রাহসিন কবীর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার, আদিতমারী উপজেলার সরল খাঁ উচ্চ বিদ্যালয় ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পুরস্কার বিজয়ী তিন শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে-এ ধরনের প্রতিযোগিতা করার জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানালে জেলা প্রশাসক আবু জাফর জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপকভাবে এই ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।