উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যালে আরও ২ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আরও দুই জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের মৃত্যু হয়।

মারা যাওয়াদের একজনের (৯০) বাড়ি তালা উপজেলার খলিলনগরের বাঁশকাটি গ্রামে। অপর জন একই উপজেলার সেনেরগাতি এলাকার বাসিন্দা (৪৮)।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোন ইউনিটের ফোকাল পারসন ও আবাসিক সার্জন ডা. মো. রাশিদুজ্জামান বলেন, একজন রোগী ২১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যজন ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জন।