যৌতুকের মামলায় গ্রেফতার স্বাস্থ্য সহকারী কারাগারে

গ্রেফতার ভবেশ (ছবি সংগৃহীত)

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় গ্রেফতার আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ভবেশ চন্দ্র রায়কে (৩২) আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থিত করা হলে আদালত এ নির্দেশ দেন।

বুধবার সন্ধ্যায় আদিতমারী থানার এসআই আবু বক্কর সিদ্দিক একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে।

ভবেশ চন্দ্র রায় উত্তম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কমলাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণের বাসা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তিনি জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ী এলাকার নিরঞ্জন কুমার রায়ের ছেলে।

আদিতমারী থানা পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, স্ত্রী বিথীকে বিয়ের পর বাপের বাড়ি থেকে যৌতুকের আড়াই লাখ টাকা আনতে চাপ দিত ভবেশ ও তার পরিবার সদস্যরা। এতে অস্বীকৃতি জানালে তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করতো। গত ১৬ আগস্ট এ অভিযোগে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভবেশের বিরুদ্ধে মামলা করেন বিথী।

এদিকে, ভবেশ লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত এক নার্সকে গোপনে বিয়ে করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। ওই নার্স বিবাহিত। আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি ভবেশকে বিয়ে করেছেন এমন অভিযোগও উঠেছে। এ অভিযোগ তুলেছেন স্বয়ং তার আগের স্বামী। তবে তিনি পরিচয় প্রকাশে রাজি হননি।

লালমনিরহাট কোর্ট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভবেশ চন্দ্র রায়কে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আসামীকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।