কক্সবাজার শহরের উত্তর ডিককুল এলাকায় বেসরকারি হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেল ভবন থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম হারুনুর রশিদ ওরফে মনির চৌধুরী (১৮)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মুজিবুল হক চৌধুরীর ছেলে এবং ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের দাবি, মনির চৌধুরী পরিকল্পিত হত্যার শিকার। মনির যদি আত্মহত্যা করতেন, তাহলে তার আশপাশে থাকা বেঞ্চ এলোমেলো হয়ে পড়ে থাকতো। আশপাশের বেঞ্চ তো দূরে, যে রডের সঙ্গে তিনি ঝুলে ছিলেন, সে রডে লেগে থাকা মাকড়সার জাল পর্যন্ত অক্ষত ছিল।
নিহত মনিরের চাচাতো ভাই ও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সুলতান আহমদ চৌধুরী বলেন, মনিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে। লাশ হোস্টেলে ঝুলে আছে, এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ এসে লাশটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, কলেজের হোস্টেলের একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বলা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।