দুই চেয়ারম্যানের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে এক ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসেছ। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এর জের ধরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।