মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলায় রবিবার (৩০ আগস্ট) পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে ঘোষের পাড়া ইউনিয়নে মারা গেছেন আ. খালেক আকন্দ (৫৫) নামের এক কৃষক এবং পৌর শহরের কাজিরপাড়া এলাকায় আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশু।

জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে সেচের মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আ. খালেক আকন্দ। তিনি মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এ খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, কৃষক খালেক তার বাড়ির পাশেই কৃষিজমিতে পানি দিতে সেচের মোটরের বৈদ্যুতিক সুইস চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার পৌর শহরের কাজিরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে কাজিরপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মেলান্দহ পৌরসভার পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু আকাশ । ওই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তারের সংযোগ ছিল। ঝুলন্ত তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ওই শিশুর মৃত্যু হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।