রাজবাড়ীতে বালুবাহী ২৬টি ট্রাক আটক

রাজবাড়ীরাজবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে বালুবাহী ২৬টি ট্রাক আটক করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করা হয়।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তাজ জানান, রাজবাড়ী শহরসহ বিভিন্ন এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচল করে সড়ক নষ্ট করে ফেলছে। জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট দিবাগত রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ২৬টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে মোটরযান আইনের অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়। একই সঙ্গে ট্রাক চালকদের সচেতন করা হয় তারা যেন সড়ক বালুবাহী ট্রাক চালিয়ে ক্ষতি না করে।

উল্লেখ্য, এই প্রথম ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক আটক করা হলো। আটক ট্রাকগুলো রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে রাখা হয়েছে।