ফেরিঘাটের কাছে ধরা পড়লো ৩০ কেজির বাঘাআইড়

৩০ কেজির বাঘাআইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। শুক্রবার (৪ সেপ্টম্বর) ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে হযরত আলী মন্ডল। ভোর রাতে তার জালে বিশাল আকারের এই বাঘাআইড় মাছটি ধরা পড়ে।

সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছের আড়তে মাছটি আনলে দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা এটি ৯৫০ টাকা কেজি দরে কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান,৩০ কেজি ওজনের এই বাঘাআইড় মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। এক হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি করবো।

নদীতে পানি বেশি থাকায় প্রায়ই এরকম বড় বড় মাছ ধরা পড়ছে বলে জানান স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।