বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জেলায় তিন জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

ঝিনাইদহ, পটুয়াখালী ও নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির অপমৃত্যু হয়েছে। সোমবার পৃথক পৃথক সময়ে তিন জেলায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়াম পাড়ার শফিকুল আলমের বাসায় কাজ করছিলেন ফয়সাল ও তার সহযোগী। এসময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন শেখ (২৩) নামে এক ডিশলাইন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিসলাইন টেকনিশিয়ান ইয়াসিন লোহাগড়া পৌরসভার রাজোপুর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে ডিশলাইনের কাজ করছিলো। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার বিপাশা জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন শেখের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সংবাদদাতা জানান, পটুয়াখালীর ম‌রিচবু‌নিয়া গ্রা‌মে আম‌জেদ হাওলাদার (৫০) না‌মে এক কৃষক বিদ‌্যুৎস্পৃষ্টে মারা গে‌ছেন। পূর্ব ম‌রিচবু‌নিয়ার ৪নং ওয়ার্ডে সোমবার দুপুর পৌ‌নে ৩ টার দি‌কে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আম‌জেদের বাবার নাম মুনসুর আলী হাওলাদার। 

জানা গেছে, বাড়ির বিদ্যুৎ লাইনের সঙ্গে নারিকেল গাছের পাতার ঘর্ষণে আগুন লাগতে দেখেন কৃষক আমজেদ হাওলাদার। তিনি ওই পাতা কাটার চেষ্টা করেন। এদিকে পাতার ঘর্ষণে গাছটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই নারকেল গাছটির সঙ্গে লেগে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।