ছাত্রী ধর্ষণের মামলায় আইনজীবী গ্রেফতার, ফাঁসির দাবি

PANCHAGARH RAPE HUMAN CHAIN PIC-01

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার আইনজীবী এইচ এম হাবিবুর রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জেলার আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলার আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ সংলগ্ন কালিকাপুর গ্রামের সুশীল চন্দ্র রায়ের বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে হাবিবুর রহমান। পরে ওই ছাত্রীর বাবা আটোয়ারী থানায় আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে। হাবিবের বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বারাগাঁও গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সদস্য।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক পরিচয়কে ব্যবহার করে শুক্রবার সকালে ওই ছাত্রীর বাবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে আইনজীবী হাবিব তাকে তার মাসির বাড়ি থেকে নিয়ে আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ সংলগ্ন কালিকাপুর গ্রামের মুচি (জুতা মেরামতকারী) সুশীল চন্দ্র রায়ের বাড়িতে নিয়ে আসে। সেখানে সুশীল ও তার স্ত্রী শুকনির সহায়তায় হাবিব ওই ছাত্রীকে ধর্ষণ করে। সনাতন ধর্মাবলম্বী সুশীলের বাড়িতে হাবিবের সঙ্গে ওই ছাত্রীর আসার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাবিবকে আটক করে। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা শুক্রবার রাতে অভিযুক্ত আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি এবং ধর্ষণে সহায়তাকারী হিসেবে সুশীল চন্দ্র ও তার স্ত্রী শুকনিকে আসামি করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদুজ্জামান জানান, স্থানীয়রা হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার রাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আটোয়ারী থানার ওসি ইজারউদ্দিন জানান, ওই ছাত্রী পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, 'একজন আইনজীবী হয়ে কেন একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী কিশোরীকে ধর্ষণ করবে?' তারা ওই আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবী সনদ বাতিলের দাবি জানান।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদুজ্জামান জানান, ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আইনজীবী হাবিবুর রহমান হাবিবকে পঞ্চগড় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৫) আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।