১৮১ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ

Bagerhat Photo 3( 16. 09. 2020 )

হযরত খানজাহান আলী (রহ.) সময়ের স্থাপনা, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর করোনা পরিস্থিতির কারণে ১৮১ দিন বন্ধ ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাইটটি। পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে টিকিট কেটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। তবে খোলার প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল কম।

এদিকে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবনে পর্যটকদের প্রবেশ এখনও নিষিদ্ধ।

Bagerhat Photo - 2 ( 16. 09. 2020 )

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৯ মার্চ থেকে পর্যটক-দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়। ১৮১ দিন বন্ধ থাকার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার ভোর থেকে সবধরনের পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আগের মতো গেট দিয়ে একসঙ্গে অনেক পর্যটক-দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এরআগে, গত ১ সেপ্টেম্বর থেকে বাগেরহাটের পর্যটন স্পটগুলো সীমিত পরিসরে খুলে দেয় জেলা প্রশাসন।