আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজে স্থবিরতা দূরের সমন্বয় সভায় হুইপের ক্ষোভ

জয়পুরহাট জেলার আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজে স্থবিরতা দূর করার জন্য আয়োজিত সমন্বয় সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজে স্থবিরতা দূর করার জন্য আয়োজিত এক সমন্বয় সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম। সভায় জয়পুরহাটের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের স্থবিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সময় তিনি বলেন, ‘জয়পুরহাট-বগুড়া মহাসড়কের জয়পুরহাট-মোকামতলা অংশের উন্নয়ন কাজ দীর্ঘদিন থেকে বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। বার বার তাগাদা দেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন কাজের গতি না বাড়িয়ে ১৮ মাসের কাজ ৩২ মাস ধরে ফেলে রেখেছেন। ৩২ মাসে কাজের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।’ তিনি বলেন, উন্নয়নের জন্য জেলার বিভিন্ন সড়ক অকেজো করে মাসের পর মাস ফেলে রাখায় এলাকাবাসী গালমন্দ করেন সরকারকে, গালমন্দ করেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের। অথচ এসবের দায় ঠিকাদারসহ সড়ক ও জনপথ বিভাগের।

তিনি দ্রুত কাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সমন্বয় সভায় সওজের বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু এহতেশাম রাশেদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনিসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।