মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে জেলা আ.লীগের অনুদান

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হচ্ছেনারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহত ৩১ জন ও আহত আট জনের পরিবারের স্বজনদের হাতে মোট ১২ লাখ ৯০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

তল্লা বড় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে নিহত এবং আহতদের প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরি বিরুসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামানা করে দোয়া করেন তারা। 

এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের পাশে আছে, ভবিষ্যৎতেও থাকবে।