অভিযানের পরও সিরাজগঞ্জে কমছে না পেঁয়াজের ঝাঁজ




সিরাজগঞ্জঅভিযানের পরেও সিরাজগঞ্জে পেঁয়াজের ঝাঁজ কমছে না। অভিযানের সময় স্বাভাবিক থাকলেও পরে আবার আগের অবস্থা। জেলা সদরসহ ৯ উপজেলার বাজারগুলোতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশি পেঁয়াজ কেজি প্রতি নব্বই টাকা দরে বিক্রি হয় বলে জানা গেছে। প্রশাসনের নজরদারির পরও বাজার মোটেও নিয়ন্ত্রণে আসছে না। পাইকারি অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ফরিয়া বিক্রেতারাও সুযোগ নিতে শুরু করেছেন।

এদিকে, বুধবার দিনভর অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে উল্লাপাড়ায় কমল আহম্মেদ, মজনু মিয়া, মো. আলম, মো. শাখাওয়াত, রওশন আলী, মজিবুর রহমান, মানিক মিয়া, রিপন সাহা, রাধা রমন ও কামরুল ইসলামসহ ১০ অসাধু বিক্রেতাকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মাসুদ আহম্মেদের নেতৃত্বে র‌্যাব-১২ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বৃহস্পতিবার বিকাল ৪টায় জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার প্রভাব সিরাজগঞ্জসহ সারা দেশে পড়েছে। জেলার বিভিন্ন বাজারে অভিযান ও টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। এ জেলায় ব্যবসায়ীরা বাইরে থেকে বেশি দামে পেঁয়াজ কিনে আনেন, কমদামে দেবে কীভাবে। তারপরেও ইনভয়েস যথাযথ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।