দুর্গাপূজায় ৩ দিন ছুটি দাবি

ব্রাহ্মণবাড়িয়া১দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু মহাজোট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মহাজোটের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জয়লাল বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সুরেশ চক্রবর্তী, সাধন চৌধুরী, প্রসন্ন দাস, সুমন সাহা, দীপংকর দাস, বাবুল রায় প্রমুখ।

বক্তারা বলেন, পাঁচ দিনের পূজায় মাত্র একদিন সরকারি ছুটি দেওয়ায় ভক্তরা পূজার আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন।

নীলফামারী১অন্যদিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে হিন্দু মহাজোট। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও একদিন ছুটি ঘোষণা থাকায় ধর্মীয় রীতি পালনে সমস্যা হচ্ছে।

আসন্ন দুর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করবেন বলে আশাবাদ জানান বক্তারা।

মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, সদর শাখার উপদেষ্টা হিরম্ব কুমার, সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সরকার প্রমুখ।