হবিগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

 

আদালত



হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোতাচ্ছির হত্যা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ে মামলার আরও চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- নবীগঞ্জ উপজেলার ঘাটিয়া গ্রামের মৃত সৈয়দ আইয়ুব আলীর ছেলে সৈয়দ মজাম্মিল আলী ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১০ জুলাই বিকালে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ঘাটিয়া গ্রামের নিজ বাডিতে মোতচ্ছির মিয়ার ওপর হামলা চালায় আসামিরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। ১১ জুলাই সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৩ জুলাই নিহত মোতচ্ছির আলীর মা লিলা বেগম নবীগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন নবীগঞ্জ থানার এস আই লুৎফুর রহমান তদন্ত শেষে ২০০৭ সালের ৭ অক্টোবর এজাহারভুক্ত ৫ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি সালেহ আহমেদ  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আল আমিন জানান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।