মোহনগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হলো অত্যাধুনিক লাল-সবুজ বগি


লাল-সবুজ বগি যুক্ত মোহনগঞ্জ এক্সেপ্রেসঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সেপ্রেসে ইন্দোনেশিয়ায় তৈরি নতুন ১৭টি লাল-সবুজ বগি সংযুক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে অত্যাধুনিক বগি সংযুক্ত ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে রাতে মোহনগঞ্জ পৌঁছায়।

মোহনগঞ্জ এক্সপ্রেসের নতুন এ যাত্রায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে যাত্রীদের সঙ্গী হয়ে কমলাপুর থেকে মোহনগঞ্জ পৌঁছান সাবেক সচিব ও বর্তমান বিমান বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি ট্রেনের যাত্রীদের সঙ্গে রেল সার্ভিস নিয়ে কথা বলেন। যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনার পাশাপাশি সাজ্জাদুল হাসান করোনাকালে সচেতনভাবে চলাচলের পরামর্শ দেন।

স্টেশনে অপেক্ষমাণ লাল-সবুজ বগি যুক্ত মোহনগঞ্জ এক্সেপ্রেসপথে বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতিকালে ট্রেনটিকে দেখতে হাজারো মানুষ ভিড় জমান।

প্রসঙ্গত, ভাটি-বাংলার প্রাচীন জনপদ মোহনগঞ্জ পর্যন্ত চলাচলের জন্য ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ও ‘হাওড় এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।